
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, এখন ঘরে বসে থাকার সময় নেই। দলের মধ্যে বিভেদ তৈরির সময় নেই।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাঠে কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট মুড়ির মতো ফোটাতে হবে। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর)) সন্ধ্যায় জেলা বিএনপি আয়োজিত সিরাজগঞ্জ সদর ও কামারখন্দের ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ১৬ বছর বহু অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, মা-বোন অত্যাচারের শিকার হয়েছেন। অনেকের বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে। এত কষ্টের পরেও টিকে ছিলেন। আর মাত্র চার মাস কষ্ট করে কষ্টকে জেদে পরিণত করে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা নিজেদের পড়তে হবে এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের বোঝাতে হবে ৩১ দফার মধ্যে কী আছে? ৩১ দফার মধ্যে কৃষকদের কথা বলা রয়েছে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে বিনামূল্যে সার-বীজ নিতে পারবে। ফ্যামিলি কার্ডের কথা রয়েছে। প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য পাবে। অর্থাৎ, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ভোট এক রকম। আর জামায়াতের সঙ্গে বিএনপির ভোট আরেক রকম। তারা ধর্ম বিক্রি করে। তাদের হলো ‘ডাবা’ ভোট। আর বিএনপির ভোট ‘ভাসা’ বা প্রকাশ্য ভোট। ডাবা ভোটের সঙ্গে ভাসা ভোটের লড়াই করে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর