
সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় পাবনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নির্বাচিত হয়েছেন চাটমোহর থানার মনজুরুল আলম।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনা পুলিশ লাইন্সের সভাকক্ষে মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচনের পর মনজুরুল আলমের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পাবনা জেলার পুলিশ সুপার মোরতোজা আলী খান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রেজিনুর রহমান, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের অন্যান্য সদস্যগন।
জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় মনজুরুল আলম কে শ্রেষ্ঠ ওসি নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর