
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ। শেষ প্রান্তিকের (এপ্রিল-জুন) তথ্যউপাত্ত বিবেচনায় নিয়ে গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির এ সাময়িক হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এর আগে, গত ২৭ মে তৃতীয় প্রান্তিক পর্যন্ত অর্থনীতির গতিধারার ভিত্তিতে গত অর্থবছরে ৩ দশমিক ৯৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে বলে প্রাথমিক প্রাক্কলন প্রকাশ করে বিবিএস। অর্থাৎ গত অর্থবছরের শেষ প্রান্তিকের তথ্যউপাত্ত পাওয়ার পর দেখা যাচ্ছে যে, আগের হিসাবের চেয়ে সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমেছে।
পরবর্তীতে সব প্রান্তিকের চূড়ান্ত তথ্যউপাত্ত বিশ্লেষণ করে জিডিপি প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব প্রকাশ করবে বিবিএস। সেখানেও সাময়িক হিসাবের সঙ্গে কিছুটা পার্থক্য থাকতে পারে। সাধারণত, ফেব্রুয়ারি মাসের দিকে জিডিপির চূড়ান্ত প্রকাশ করে থাকে বিবিএস।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ। এর আগে, ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৫ দশমিক ৮ শতাংশ ও ২০২০-২১ অর্থবছরে ৭ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিবিএসের ওয়েবসাইটে গত অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করা হয়। বিবিএসের প্রকাশিত প্রতিবেদন বলছে, সাময়িক হিসাব অনুযায়ী গত প্রান্তিকে চলতি মূল্যে জিডিপির আকার ছিল ১৪ লাখ ৪০ হাজার কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ১৩ লাখ ১৮ হাজার কোটি টাকা।
সাময়িক হিসাবে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ২৪ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ, ৪ দশমিক ৪৮ শতাংশ ও ৪ দশমিক ৮৬ শতাংশ।
গত অর্থবছরের সর্বশেষ প্রান্তিকে স্থির মূল্যে কৃষি খাতের প্রবৃদ্ধি আগের অর্থবছরের একই প্রান্তিকে তুলনায় কিছুটা কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক শূন্য ১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের ছিল ৪ দশমিক ১১ শতাংশ।
তবে শিল্প খাতের প্রবৃদ্ধি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তুলনায় বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে তা ছিল ১ দশমিক শূন্য ৮ শতাংশ।
গত অর্থবছরের শেষ প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৯৬ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৬১ শতাংশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর