
জন্ম থেকেই দুই হাত না থাকায় অনেক জায়গায় ঘুরেছি জাতীয় পরিচয়পত্রের জন্য, পাইনি। কিন্তু আজ সেই জাতীয় পরিচয়পত্র দিতে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে এসেছেন ইউএনও স্যার। আজকের দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি ইউএনও স্যারসহ সকল সাংবাদিক ভাইদের প্রতি চির কৃতজ্ঞ থাকব। সাংবাদিক ভাইদের লেখালিখির মাধ্যমেই আমার অসুবিধার কথা ইউএনও স্যারের নজরে আসে। আবেগাপ্লুত হয়ে এসব কথা বলছিলো নগরকান্দার জসিম মাতুব্বর (২৪)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার লস্করদিয়া বাজারে জসিমের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এ জাতীয় পরিচয়পত্র তুলে দেন ইউএনও।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার শাওন সাগর,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ প্রমুখ।
এবিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, জসিম মাতুব্বর এক অনুপ্রেরণাদায়ী যুবক। যার দুই হাত নেই, কিন্তু আছে অদম্য ইচ্ছাশক্তি। শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি। নিজের প্রচেষ্টা ও মনোবলে সে প্রমাণ করেছে, মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে।
প্রসঙ্গত, দুই হাত না থাকায় পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক পাশ করে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জীবন যুদ্ধে অদম্য জসিম। জন্ম থেকেই দুটি হাত নেই, পা দিয়েই চলছে লেখাপড়া ও দৈনন্দিন কাজকর্ম। নিয়মিত পড়াশোনার পাশাপাশি করছে ব্যবসা। কখনও ফলের ব্যবসা আবার কখনও কাঁচামালের ব্যবসা।
নিজের জন্মনিবন্ধন থাকলেও হাত না থাকায় আঙুলের ছাপ দিতে পারছিলো না জসিম, বিধায় হচ্ছিলো না জাতীয় পরিচয়পত্র। তবে বিডি২৪লাইভসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সার্বিক সহযোগিতায় অবশেষে জাতীয় পরিচয় হাতে পায় ভুক্তভোগী জসিম।
কুশল/সাএ
সর্বশেষ খবর