
টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চর শুশুয়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭৫টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে পানি বন্দি থাকায় মানবিক সহায়তা হিসেবে এই ত্রাণ বিতরণ করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে “শুশুয়া চরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সামগ্রী” প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ৫ কেজি আটা, ৫ কেজি আলু, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৪টি গায়ের সাবান, ২০ লিটার পানি রাখার জার, ২ কেজি চিনি, ৫০টি ওরাল স্যালাইন, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, গরম মসলা ও ১ পাতা করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলনের উপপরিচালক মোস্তফা বকুলুজ্জামান, একাউন্ট অফিসার মো. দেলোয়ার হোসেন, মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল-এর কমপ্লায়েন্স অফিসার (বাংলাদেশ) মো. নাইমুল ইসলাম এবং শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সুবিধাভোগীরা জানান, এ বছর যমুনা নদীতে আগেভাগেই পানি আসায় এবং দীর্ঘস্থায়ী বন্যার কারণে শুশুয়া চরের মানুষ ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল ও সুশীলনের ত্রাণ সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর