
আপত্তি ওঠাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা। এদিকে বিকল্প ভেন্যু হিসেবে কিশলয় কঁচি কাঁচা মেলা প্রাঙ্গণে এই আয়োজন করার কথা থাকলেও সেখানে পারেনি বলে জানা গেছে।
শুক্রবার (১০ অক্টোবর) প্রতি বছরের মতো এবারও চারুকলার বকুলতলায় ‘শরৎ উৎসব’ আয়োজনের প্রস্তুতি নিয়েছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। তবে শেষ মুহূর্তে ‘গোলযোগ’ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ সেই অনুমতি বাতিল করা হয়।
অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্থগিত করা হয়েছে, বলে জানিয়েছে শুক্রবার অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী গত ১৯ বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর শরৎ উৎসব ১৪৩২ আয়োজনের জন্য ১০ অক্টোবর বকুলতলা ব্যবহারের জন্য অনুষদ বরাবর অনুমতি প্রার্থনা করে আবেদনপত্র প্রদান করেন। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে বিধায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের আবেদনপত্রতি বরাবরের ন্যায় অনুমোদন প্রদান করে।
এতে আরও বলা হয়, পরবর্তীতে গত ৯ অক্টোবর উল্লেখিত অনুষ্ঠান আয়োজকদের একজন ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত থাকায় ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ কর্তৃক উৎসবটি বন্ধের জন্য চারুকলা অনুষদ বরাবর একটি আবেদনপত্র প্রদান করেন। অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর লক্ষ্যে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে যোগাযোগ করে আপাতত অনুষ্ঠানটি স্থগিত করা হয়।
আগামী ১১ অক্টোবর (শনিবার) অনুষদের শিক্ষক ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাথে আলোচনা করে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি অথবা সংগঠনের বিষয়বলী খতিয়ে দেখে স্থগিত অনুষ্ঠানটি পরবর্তীতে সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, বলে এতে উল্লেখ করে।
এদিকে চারুকলা থেকে ভেন্যু পরিবর্তন করলে কিশলয় কঁচি কাঁচা মেলা প্রাঙ্গণে আয়োজন ব্যর্থ প্রসঙ্গে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরত উৎসব কোনো রাজনৈতিক দলের নয়। ভূঁইফোড় অনেক সংগঠন এই আয়োজনকে অপহরণ করেছে। যারা এসবের নেপথ্যে, তারা কোনো দলের নয়। সংস্কৃতিকে ঠেকানোই এদের উদ্দেশ্য।
পরে আয়োজন না হলেও একসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন এবং সংগীতশিল্পী ফরিদা পারভিনের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে ফেসবুকে একটি পোস্টার ছড়িয়ে পড়ে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনকে দেখা যায়, তাদের মধ্যে মানজার চৌধুরী সুইটও রয়েছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর