
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
কারণ তারা জানেন নির্বাচন হলেই জনগণ বিএনপির পক্ষে রায় দেবে। এজন্য তারা বিএনপির নামে অপপ্রচার করছে। রাজনীতিকে রাজনীতি দিয়েই প্রতিহত করতে হবে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে সর্বস্তরের মানুষের দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান গত ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তবে সেই স্বপ্ন এখনো পুরোপুরি পূরণ হয়নি। কারণ বাংলাদেশের মানুষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকার গঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কেউ নির্বাচন নস্যাৎ করতে না পারে।
এ সময় ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন নুরুল ইসলাম নয়ন।
এর আগে মনপুরা থেকে রওনা হলে চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়ন থেকে আসা প্রায় ২০ হাজার নেতাকর্মী বেতুয়া লঞ্চঘাটে তাকে বরণ করে নেন। পরে ফুলেল সংবর্ধনা দেওয়া হয় তাকে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌর যুবদলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মিল্টন প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর