
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: খায়রুল হাসান বলেছেন, প্রগতিশীলতার নামে নারী-পুরুষের সমান অধিকারের ধারণা পশ্চিমা বিশ্বের একটি ব্যর্থ দর্শন এবং এটি মানব সভ্যতাকে ধ্বংস করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র।
তিনি বলেন, ইসলামই নারী-পুরুষের ন্যায্য অধিকার নিশ্চিত করে একটি ভারসাম্যপূর্ণ ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চায়।
শনিবার (১১ অক্টোবর) সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো: খায়রুল হাসান বলেন, "পৃথিবীর শ্রেষ্ঠতম বিধান হলো মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন।
এই বিধানের অনুসরণের মধ্যেই শান্তি, নিরাপত্তা ও অগ্রগতি নিহিত রয়েছে।" তিনি বলেন, "হযরত আদম (আ.) এবং হাওয়া (আ.) এর মাধ্যমে মানব সভ্যতার সূচনা হয়েছিল। কিন্তু আজ আধুনিকতার নামে নারী-পুরুষের সমান অধিকার ও অবাধ বিচরণের কথা বলে মূলত নারী-পুরুষের মাঝে বিভাজন তৈরি করা হচ্ছে, যা মানব সভ্যতাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।"
পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "পশ্চিমা দুনিয়ার নারীবাদী দর্শন ইতোমধ্যে ব্যর্থ হয়েছে। তাদের পারিবারিক বন্ধন ভেঙে পড়েছে, সামাজিক কলহ ভয়াবহ রূপ নিয়েছে এবং হতাশা ও আত্মহত্যার মতো ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।" তিনি অভিযোগ করেন, "আমাদের দেশেও কিছু নারীবাদী দল পশ্চিমাদের এই নষ্ট পচা সংস্কৃতি আমদানি করে আমাদের নিজস্ব তাহযিব-তামাদ্দুনকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।"
জামায়াতে ইসলামীর লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, "জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে নারীরা তাদের ইজ্জত ও সম্মানের পূর্ণ নিশ্চয়তা পাবে, কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভ করবে এবং তাদের প্রতিটি ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে।"
কালীগঞ্জ শাখা জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মো: আফতাব উদ্দিন, গাজীপুর জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আকবর, জেলা কর্মপরিষদ সদস্য তাসলিমা হাকিম, থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি নাছরিন আক্তার এবং পৌরসভা মহিলা সেক্রেটারি রোকেয়া আক্তার।
আয়োজকদের তথ্যমতে, সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীসহ চার শতাধিক মহিলা অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে একটি ভিন্ন মাত্রা দেয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর