
নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় একদল দুর্বৃত্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে।
এ ঘটনায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের বাবুপাড়া মহল্লা এখন আতঙ্কগ্রস্ত। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণে আইনি সহযোগিতা, জানমালের নিরাপত্তা ও দোষীদের বিচার চেয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মানববন্ধন করেছে ওই ৭টি পরিবারের সদস্যরা। মানববন্ধনে এলাকার দুই শতাধিক জনসাধারণ অংশ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়াশ গ্রামের বাবুপাড়া মহল্লায় হিন্দু সম্প্রদায়ের সাতটি পরিবার শত বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে। সম্প্রতি স্থানীয় রবি (৪০), হামিদুলসহ কয়েকজন তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে গ্রাম থেকে উচ্ছেদ ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, তারা শান্তিতে বসবাস করছিলেন। হঠাৎ তাদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে মেরে ফেলার ভয় দেখানো হয়। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, চাঁদা না পেয়ে বাড়িঘর ও মন্দিরে হামলা করে তারা তাদের জায়গা-জমিও দখল করেছে।
পরবর্তীতে জীবনের নিরাপত্তা চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাতটি হিন্দু পরিবার।
অন্যদিকে, অভিযুক্ত রবি ও হামিদুলসহ তাদের সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর