
পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের মিনিবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুই বছরের শিশু পিয়াস মারা যায়। এছাড়া র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চালক এএসআই আব্দুল আলিম (৩২) এবং আফরোজা বেগম (৩৫) নামের দুজন বরিশালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনায় আহত অন্তত ৩৪ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত র্যাব সদস্য ও তাদের স্বজনসহ অন্তত ১৫ জনকে লেবুখালী সেনানিবাসের সিএমএইচ-এ পাঠানো হয়েছে। এ ছাড়া গুরুতর আহত আরও পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।
সকালে বরিশাল থেকে পিকনিকের উদ্দেশে কুয়াকাটা যাচ্ছিল র্যাবের একটি মিনিবাস। পথে কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘ধানসিড়ি’ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে-মুছড়ে যায় এবং নারী-শিশুসহ উভয় বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে গুরুতর আহতদের র্যাব ও সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে বরিশাল সিএমএইচ এবং শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, পুলিশ ও যৌথ বাহিনী আহতদের সেবা ও তদারকিতে নিয়োজিত রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর