
সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামের এক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সকালে সলঙ্গা ইসলামিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন পুকুরপাড়ের লাউয়ের (সবজি) জানালার নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আন্না রানী সলঙ্গা ঋষি পাড়ার মৃত বিজন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক ব্রজেশ্বর বর্মণ জানান, শনিবার সকালে ঘটনাস্থলে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় জখমের দাগ রয়েছে। তাকে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রাখা হয়েছিল।
তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর