
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতন ফোরামের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও প্রতীকী গোলাপি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত ১০ অক্টোবর শুক্রবার স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য এই কর্মসূচি করে ফোরামের সাথে সংযুক্ত সংগঠনগুলো।
২০১৩ সাল থেকে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে এই দিবসটি পালিত হয়ে আসছে। বর্তমানে এই ফোরামে আন্তর্জাতিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রায় পঞ্চাশটি অলাভজনক সংগঠন অন্তর্ভূক্ত আছে।
সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী গোলাপি শোভাযাত্রা ও সকাল সাড়ে দশটায় তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যান্সার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, জনস্বাস্থ্য ও নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আক্তার, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড, সৈয়দ হুমায়ুন কবির, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সারিয়া তাসনিম, অধ্যাপক মালিহা রশিদ ও অধ্যাপক সাবেরা খাতুন, ক্যান্সার সার্জন অধ্যাপক ডা. মোঃ হাসানুজ্জামান, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডা. সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মোজাহেরুল হক ও ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। মারা যায় ৬ হাজার। সচেনতনতা ও নিয়মিত স্ক্রিনিং এর অভাবে স্তন ক্যান্সার দেরীতে ধরা পড়ায় মৃত্যুর হার কমছে না। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাই মিলে কাজ করা প্রয়োজন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর