
মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-স্মরণে দিনব্যাপী সেমিনারে ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া সভাপতির বক্তব্যে বলেছেন, অধাব: গ্রন্থে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষে মুজাহিদরা অধীর আগ্রহে ছুটে বেড়াচ্ছেন কিভাবে পূর্ণাঙ্গভাবে দ্বীন প্রতিষ্ঠা করা যায়।
এইসব মুজাহিদদের আশা জাগানিয়া পথ দেখাচ্ছেন বাংলায় ইসলামী আন্দোলনের স্থপতি মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)।
“একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই, প্রচলিত রাজনীতি নয় জিহাদই কাম্য, গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব, গণতান্ত্রিক ব্যবস্থা ও শূরাই নিজাম।”এসব ঐতিহাসিক পুস্তিকা আজ লক্ষ লক্ষ যুবকের দ্বীনি আন্দোলনের মুজাহিদদের অনুপ্রেরণা।
দ্বীনি চেতনা, দ্বীনি সংগঠন, দ্বীনি প্রতিরোধ ও গণঅভ্যুত্থান তথা ইসলামী গণবিপ্লব, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা, এসব কর্মসূচি, কর্মপদ্ধতি মরহুম মওলানার ইসলামী বিপ্লব সাধনের ঐতিহাসিক কর্মধারা।
আগামীর ইসলামী বিপ্লবের কর্মধারা- কর্মপদ্ধতি ও রূপরেখার সফল উপস্থাপক মওলানা মুহাম্মাদ আবদুর রহীম। সেমিনারে জাতীয় নেতৃবৃন্দ ও আলোচকবৃন্দ বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্যে ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে উপস্থাপনেও মাওলানা আবদুর রহীম এক অনন্য ও পথিকৃৎ।
বাংলা ভাষায় শতাধিক মৌলিক গ্রন্থ রচনা ও অর্ধ শতাধিক বই বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ করে বিশাল খেদমত করে গেছেন। মাওলানার সাহিত্যকর্ম ও চিন্তা-দর্শন দেশ জাতিকে আগামীর ইসলামী বিপ্লবের পথ দেখাচ্ছে। মরহুম মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.) প্রচলিত মানব রচিত ভঙ্গুর গণতান্ত্রিক রাজনীতির অসারতা ও ব্যর্থতার কথা কঠিনভাবে উপস্থাপন করে গেছেন।
প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় কোথাও যে দ্বীন প্রতিষ্ঠা হয়নি এবং হতে পারে না। তা আজ জনমনে প্রমাণিত । মানব রচিত তন্ত্র মন্ত্রের বিপরীতে ইসলামই মজলুম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। তাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনে ইসলামপন্থী সকলকে এগিয়ে আসতে হবে। এবং মরহুম মাওলানা'র বৈপ্লবিক রাজনৈতিক চিন্তা দর্শনকে নতুনভাবে ধারণ করতে হবে।
আলোচকবৃন্দ ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে উপরোক্ত আলোচনা পেশ করেন। ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে বাংলাদেশে ইসলামী আন্দোলনের স্থপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ)-স্মরণে দু'টি শিরোনামের উপর দু'টি সেশনে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে দিনব্যাপী সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উভয় সেশনে সভাপতিত্ব করেন আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। প্রথম সেশনে “ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ও মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম (মহ.)- এর সাহিত্যকর্ম”বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুহাম্মাদ ময়নুল হক।
দ্বিতীয় সেশনে “দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ.)-এর চিন্তা-দর্শন”বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক, ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা ।
সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর পেয়ার আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাওলানা আশরাফ আলী আকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী, জাতীয় ইমাম সমিতি বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, এফবিসিসিআই এর পরিচালক, খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জঙজু নরমাল বিশ্ববিদ্যালয়, চীন-এর ভিজিটিং প্রফেসর ড. আবু মুসা মুহাম্মদ আরিফ বিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুস সবুর খান, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ইসলাম, সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড হিউমান ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করীম, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, বরিশাল-এর ইংরেজী বিভাগের সাবেক চেয়ারম্যান ডঃ শফী আহমদ, ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা মুহিব্বুল্লাহ নাসির, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদসহ প্রমুখ ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর