
চট্টগ্রাম নগরীর খুলশি থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের রিপোর্টার যোবায়েদ ইবনে শাহাদাত। স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম যোবায়েদকে ‘তুই ফ্যাসিস্ট’ বলে ফ্লোরে ফেলে মারধর ও কিলঘুসি মারার এক পর্যায়ে তাকে গায়েব করে ফেলার হুমকি দেন।
রোববার দুপুর একটার দিকে খুলশি থানা কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
সাংবাদিকের ওপর একজন পুলিশ কর্মকর্তার এমন হামলা ও আচরণে চট্টগ্রামের সাংবাদিক সমাজে ক্ষোভের সঞ্চার হয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, এর আগে জঙ্গলছলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে নৃশংস হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসাইন আহমদ জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজ রহমান। ওই ঘটনায় জড়িত হামলাকারীদের কাউকেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। এখন স্বয়ং পুলিশের হাতেই হামলার শিকার হলেন যমুনা টেলিভিশনের সাংবাদিক যোবায়েদ। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ কমিশনারের প্রতি আহ্বান জানান।
যোবায়েদ বলেন, তার একটি মানিব্যাগ হারানো গেছে। সেটির জন্য জিডি করতে গিয়েছেলিন থানায়। একইসঙ্গে শনিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জয়বাংলা ও শেখ হাসিনা স্লোগান দেওয়ার জের ধরে সংঘর্ষ ও গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। সেই খবরের ফলোআপের জন্যও যান তিনি।
সংঘর্ষস্থল থেকে আটক কয়েকজনের সঙ্গে কথা বলার সময় যোবায়েদকে তুই তোকাড়ি করতে থাকেন উপস্থিতি ডিসি আমিরুল ইসলাম। তুই কে কেন তাদের সঙ্গে কথা বলছিস এমন প্রশ্ন তুলে যোবায়েদের দুই গালে থাপ্পড় দেন।
যোবায়েদ যখন বলেন- আপনি আমাকে মরাতে পারেন না, কেন মারছেন।
তখন ডিসি আমিরুল বলেন, তুই ফ্যাসিস্ট, ফ্যাসিস্টরা শয়তান। আমি শয়তানকে মারছি। আবারও মারধরের প্রতিবাদ করায় যোবায়েদকে হুঙ্কার দিয়ে বলেন, একেবারে গায়েব করে ফেলব।
কুশল/সাএ
সর্বশেষ খবর