
নাটোরের সিংড়ায় খাল দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন হয়েছে।
রবিবার (১২) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাইকিং করে এই মানববন্ধনের আয়োজন করেন পাকিশা ও আশে পাশের ১০ গ্রামের ভুক্তভোগী কৃষক।
মানববন্ধনে ছাতারদীঘি ইউনিয়নের পাকিশা গ্রামের পানাউল্লাহ খালের মুখে অবৈধভাবে আব্দুল গফুর করাতির ছেলে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মাষ্টার পুকুর খননের ফলে জলাবদ্ধতা সৃষ্টির প্রতিবাদ ও খাল দখলমুক্ত করে পূর্ণ খননের দাবি জানানো হয়।
ভুক্তভোগী কৃষকদের দাবি, পাকিশা গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত পানাউল্লাহ ও নিয়ামত খালের মুখে সম্প্রতি দুটি পুকুর খননের ফলে নাগর নদী, ছাতারদিঘী ইউনিয়ন সহ ১০ থেকে১৫ টি মাঠের শত শত হেক্টর কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত অবৈধভাবে খননকৃত পুকুর অপসারণের দাবি জানানো হয়।
মানববন্ধনে পাকিশা গ্রাম সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এবিষয়ে অভিযুক্ত ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল মাষ্টার বলেন, আমরা কোন খালের মুখ বন্ধ করিনাই আমাদের জায়গায় আমরা পুকুর করেছি।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। গ্রামবাসীর সাথে আলোচনা করে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর