
কিশোরগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) ফৌজিয়া খান। রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা শহরের সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মো. আলমগীর হোসাইন তালুকদার, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শহরের বিশিষ্টজন, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়ার মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর