
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। রৌমারী উপজেলায় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি)-এর অধীনস্থ রৌমারী বিওপির সীমান্ত পিলার ১০৬৪/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার, ১৩ অক্টোবর, উপজেলার ব্যাপারীপাড়া নামক স্থান থেকে ভারতীয় ইয়াবা ১০২ পিস এবং দুটি বাটন মোবাইলসহ দুই আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মনোয়ারুল ইসলাম (২৭), পিতা মৃত তসলিম উদ্দিন এবং মো. নূর আলম (৩৯), পিতা মৃত আ. রহমান (নয়ামিয়া)। উভয়ের গ্রাম হাজীপাড়া, পোস্ট থানা হাট, থানা চিলমারী, জেলা কুড়িগ্রাম। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিদের রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট) ইমাম হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি মহাপরিচালক কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
সর্বশেষ খবর