
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। পরে ডিন কমিটির সূত্রে এসব তথ্য জানা যায়। প্রথম দিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর এবং তা চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর