
নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ‘৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৩ অক্টোবর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহামুদ জামান। তিনি ফুটবল, দাবাসহ অন্যান্য খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর মাঝে ট্রফি ও স্মারক বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল অংশগ্রহণকারীর শুভকামনা জানান।
জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর