
স্বামী শাহাদাৎ হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই বিয়েবন্ধনে আবদ্ধ হলেন আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভক্ত ও সমালোচকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন তনি। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের বিবেচনাতেই নিয়েছেন এবং ভবিষ্যতেও তাই করবেন—এমনটাই জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কৈফিয়ত দিইনি, এখনো দেবো না। জীবনের প্রতিটি ধাপে আমি নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছি এবং ভবিষ্যতেও তা-ই করবো। ভুল হোক বা ঠিক—ফল আমি ভোগ করবো। এতে অন্য কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
সম্প্রতি তার নতুন জীবনসঙ্গী রাসেলকে নিয়ে কিছু ভুয়া তথ্য ও গুজব অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন,
“কিছু পেইজ আমার স্বামীর ফুফুকে তার এক্স-ওয়াইফ বানিয়ে দিয়েছে! এমনকি তার বন্ধুর বাচ্চাদের সঙ্গে আমার ছবি দেখে সেই বাচ্চাদেরও তার সন্তান বলে চালিয়ে দিচ্ছে। এগুলো হাস্যকর ও দুঃখজনক।”
তিনি আরও জানান, সম্পর্কের গোপনীয়তা নয় বরং স্বচ্ছতা ও সম্মানই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। “কাউকে লুকিয়ে কিছু করিনি। আমরা আমাদের সম্পর্ক এবং বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই প্রকাশ করেছি। আমি বরাবরই স্পষ্টভাষী মানুষ। সম্পর্ক শুরু করার চেয়েও তাকে স্বীকৃতি দেওয়াটাই আমার কাছে বড়।”
বিয়ের তারিখ ও পরিচয়ের ক্রমরেখাও তিনি নিজেই জানিয়েছেনঃ প্রথম পরিচয়: ১৪ এপ্রিল ২০২৫, প্রথম দেখা: ২১ জুন ২০২৫, বিয়ে: ১২ আগস্ট ২০২৫
এই তথ্য জানিয়ে তিনি ঠাট্টার সুরে বলেন, “এইবার তো সব জানলেন। এবার ডেট ধরে ধরে অ্যানিভার্সারি উইশ করবেন আর গিফটগুলো আমার শোরুমে পাঠিয়ে দিবেন, আমি আপত্তি করবো না।”
সমালোচকদের উদ্দেশ্যে তিনি সরাসরি জানান, “আপনারা যেসব কনটেন্ট বানান, আমি কখনোই সেগুলো দেখি না, পড়ি না, শুনি না। বরং সামনে এলে ব্লক করে দিই। কারণ, কেউ আমাকে খাওয়ায় না, টাকাও দেয় না—তাই তাদের জন্য নিজের মনের শান্তি নষ্ট করি না।”
ভক্তদের জন্য বার্তা দিয়ে তিনি বলেন, যারা ভালোবাসেন, তারা পাশে থাকুন; আর যাদের ভালো না লাগে, তারা চাইলে আনফলো বা ব্লক করে দিতে পারেন। তবে সহানুভূতি নয়, দোয়া ও ইতিবাচক মনোভাবকে তিনি বেশি মূল্য দেন।
শেষে তিনি বলেন, “এই জীবন আমার, সিদ্ধান্ত আমার, আর আমি আল্লাহর ওপর আস্থা রেখেই চলি। মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায়। তাই আমার জীবন নিয়ে কারো ঘুম নষ্ট হওয়ার দরকার নেই। ভালোবাসলে পাশে থাকুন, না পারলে দূরে থাকুন—কিন্তু ভিত্তিহীন কথা ছড়াবেন না।”
তিন আরও বলেন, আমাদের নামে শত শত ফেইক পেইজ ফেইক আইডি যেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই , Sanvee's by Tony Forever Tony Tony শুধু মাত্র এই তিনটি আমাদের রিয়েল এবং ব্লু ভেরিফাইড পেইজ, আর আমার আইডি তো দেখেই বুঝতে পারছেন ভেরিফাইড ?
তার এই স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে এবং অনেকেই তার সাহসিকতা ও স্পষ্টবাদিতার প্রশংসা করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর