
সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জনে।
একই সময়ে ৭৫৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের প্রায় প্রতিটি ঘরেই এখন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। হাসপাতালে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
বরিশাল বিভাগে ১৩৩ জন,
চট্টগ্রাম বিভাগে ৮৫ জন,
ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৫৮ জন,
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন,
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০০ জন,
খুলনা বিভাগে ৬২ জন,
ময়মনসিংহ বিভাগে ৫০ জন,
রাজশাহী বিভাগে ৫৭ জন,
রংপুর বিভাগে ১৯ জন
এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৭৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ১১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী।
সাজু/নিএ
সর্বশেষ খবর
স্বাস্থ্য ও চিকিৎসা এর সর্বশেষ খবর