
জুলাই সনদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য আমাদের। আমরা এমন একটি নির্বাচন চাই, যা সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। কিন্তু জুলাই জাতীয় সনদের সঙ্গে সেই নির্বাচনের কোনো সম্পর্ক নেই।”
তিনি বলেন, “সংস্কার গোটা জাতিরই চাওয়া, আমরাও চাই। যে দলই ক্ষমতায় আসুক, সংসদে যাদেরই সংখ্যাগরিষ্ঠতা থাকুক, তাদের এই সংস্কার বাস্তবায়ন করতেই হবে। গণভোটের কথাও আমরা বলেছি।”
জুলাই সনদে বিএনপি সই করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সবাই জুলাই জাতীয় সনদে সই করব। তবে যেসব বিষয়ে ভিন্নমত আছে, সেগুলো ‘নোট অব ডিসেন্ট’ হিসেবে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এই নোট অব ডিসেন্ট দেওয়ার অধিকার নিশ্চিত করতেই তো আমরা ঐকমত্য কমিশনে আলোচনা করেছি।”
তিনি আরও বলেন, “আমরা প্রস্তাব দিয়েছি, গণভোটের মধ্য দিয়ে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেই সম্মতিটা নেওয়া যেতে পারে। এতে করে জুলাই সনদের ঐকমত্যভিত্তিক সব প্রস্তাব, নোট অব ডিসেন্টসহ, বাস্তবায়ন সম্ভব হবে।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও জানান, “যারা নোট অব ডিসেন্ট দিয়েছে, তারা চাইলে নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে বাস্তবায়ন করতে পারবে। ফলে ভিন্নমতগুলোর অবস্থান আরও স্পষ্ট ও শক্ত হলো।”
সাজু/নিএ
সর্বশেষ খবর