
এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা আন্দোলনের প্রেক্ষিতে তাদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর বিষয়ে অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে, শিক্ষকদের জন্য বাড়িভাড়া ৫ শতাংশ অথবা ন্যূনতম দুই হাজার টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রাথমিক হিসাবে এ জন্য প্রায় ৯৫০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও শাখার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে থাকলেও শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় প্রথমে ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে সাড়া মেলেনি; এখন ১০ শতাংশ বৃদ্ধির জন্য চেষ্টা চলছে। তবে অর্থ বিভাগ ৫ শতাংশ বা দুই হাজার টাকার প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
অন্যদিকে তিন দফা দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন, এতে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, বুধবারের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার “লং মার্চ টু যমুনা” কর্মসূচি পালন করবেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের দাবি যদি না মানা হয়, তবে বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনার উদ্দেশে লং মার্চ শুরু করব।”
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, “শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আন্তরিক। তবে বাড়িভাড়া কত হারে বাড়ানো হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি।”
উল্লেখ্য, বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা চার দিন ধরে জাতীয় প্রেস ক্লাব, শহীদ মিনার ও হাইকোর্টের সামনে কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর