
কঙ্গো শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণে সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের অংশ হিসেবে এই নির্দেশ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে দায়িত্ব পালনরত বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্টকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন মন্তব্য করতে রাজি হননি।
তবে এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, “এ সংক্রান্ত কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে, পুলিশের কিছুই করার নেই।”
জানা গেছে, ফেরতের নির্দেশ পাওয়া ১৮০ সদস্যের কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। নভেম্বরের মধ্যেই তারা দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে তারা মিশনে যোগ দিয়েছিলেন। এক কর্মকর্তা বলেন, “আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে জানানো হয়েছে, তবে এখনো কোনো লিখিত নির্দেশ পাওয়া যায়নি।”
সাজু/নিএ
সর্বশেষ খবর