
ফরিদপুরের নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবলীগ নেতা সুলতান মাহমুদ মন্টুকে (৪৫) করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মন্টু কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ঠান্ডুর প্রভাব এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিডি২৪লাইভকে বলেন, যৌথবাহিনীর অভিযানে মন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪২ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর