
গাজায় নতুন করে সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে, একই সঙ্গে ইসরায়েলের কাছে আরও কয়েকজন জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। সাম্প্রতিক দিনগুলোতে জিম্মিদের দেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
বুধবার (১৫ অক্টোবর) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম আবারও শুরু হয়েছে। এর আগে ইসরায়েল অভিযোগ করেছিল, হামাস জিম্মিদের দেহ ফেরত দেওয়ার বিষয়ে চুক্তি লঙ্ঘন করছে। ফলে রাফাহ সীমান্ত দিয়ে সহায়তা প্রবেশ বন্ধের হুমকি দিয়েছিল তেল আবিব।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তারা জীবিত সব জিম্মিকে ফেরত দিয়েছে এবং যাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, সেগুলোও হস্তান্তর করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকায় আরও মৃতদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।
অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, হামাস যেসব দেহ ফেরত দিয়েছে, তার মধ্যে অন্তত একটি দেহ জিম্মিদের নয়। এতে চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েলও ফিলিস্তিনি নিহতদের দেহ ফেরত দিচ্ছে। প্রথম দফায় ৪৫টি দেহ গাজায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
মানবিক সহায়তার অংশ হিসেবে গাজায় পানি, খাদ্য ও চিকিৎসা সামগ্রীবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে গাজায় এখনো লাখো মানুষ আশ্রয়হীন ও খাদ্য সংকটে ভুগছে।
যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় হামাসকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। ইসরায়েলও সতর্ক করেছে, হামাস সম্পূর্ণভাবে সহযোগিতা না করলে সামরিক অভিযান আবার শুরু হতে পারে।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য গার্ডিয়ান
সাজু/নিএ
সর্বশেষ খবর