
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত নেতা মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় একজন নেতার প্রতি ক্ষুব্ধ হয়ে বিএনপির জাতীয় ও শীর্ষস্থানীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করেন। এ ঘটনাকে দলীয় আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
গত ৯ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সদিউজ্জামান বাদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান ফজলু এবং সদস্য সচিব মিন্টন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতার সঙ্গে স্থানীয় বিএনপি ও জিয়া মঞ্চের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
বহিষ্কৃত সদস্য হলেন— মোঃ হাফিজুর রহমান, পিতা মোঃ সামাদ, গ্রাম বড়শিলা বাদাল আটা পূর্বপাড়া, মির্জাপুর ইউনিয়ন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাফিজুর রহমান দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এজন্য তাকে ইউনিয়ন জিয়া মঞ্চের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ ফরিদ বলেন, “হাফিজুর রহমান ভুল বোঝাবুঝির কারণে স্থানীয় ও জাতীয় নেতাদের ব্যানার-ফেস্টুন ভাঙচুর করেছেন। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর