
ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার সীমান্তবর্তী গ্রাম বিদ্যাবিল এলাকায় গরু চোর সন্দেহে তিন জন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) সকালেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রামবাসীর সন্দেহের ভিত্তিতে তারা এই তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ওই তিন জন অস্ত্র ব্যবহার করেন, যা উত্তেজনা সৃষ্টি করে।
এই ঘটনার পর ভারতীয় গ্রামবাসী ও স্থানীয়রা সহিত সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষের সময় তিন বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুই ভারতীয় গ্রামবাসী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় জেলা হাসপাতালে পাঠিয়েছেন।
ত্রিপুরা–বাংলাদেশ সীমান্ত প্রায় ৮৫৬ কিমি দীর্ঘ। যদিও সীমান্তের বেশিরভাগ অংশ কাঁটাতার বেড়া দিয়ে ঘেরা, কিছু অংশ এখনো উন্মুক্ত রয়েছে; যা অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের চাহিদা বাড়াতে পারে বলে অভিযোগ রয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর