
ধারাবাহিক গৌরব অর্জনের আরেক নতুন মাইলফলক গড়েছে কোয়ান্টাম কসমো কলেজ। টানা সপ্তমবারের মতো এইচএসসি-তে জেলা পর্যায়ে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ।
বান্দরবান জেলায় এইচএসসি পরীক্ষায় এবছর অংশ নেয় ১৪টি কলেজ। এর মধ্যে একমাত্র শতভাগ পাশ করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন ২৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করে ৭টি কলেজ। শতভাগ উত্তীর্ণ কলেজের মধ্যে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অবস্থান চতুর্থ।
এই কলেজে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬২জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৫০ ভাগই (৩১ জন) এ প্লাস পেয়েছে। আর বাকি ৫০ ভাগ (৩১জন) পেয়েছে এ গ্রেড। বিজ্ঞান বিভাগের ১২জন এ প্লাস (জিপিএ-৫.০০) এবং এ গ্রেড পেয়েছে ১জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১১জন শিক্ষার্থী এ প্লাস ও ১১জন এ গ্রেড এবং মানবিক বিভাগ থেকে ৮জন শিক্ষার্থী এ প্লাস ও ১৯জন এ গ্রেড পেয়েছে।
এই সাফল্যের প্রসঙ্গে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধ্যান, শুদ্ধাচার ও জীবনযাপনের বিজ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মানবিক ও সমমর্মী দক্ষ বিশ্ব নাগরিক হওয়ার পথে এটাই তাদের জীবনের অন্যতম লক্ষ্য।
পার্বত্য চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, এখান থেকে এপর্যন্ত আড়াই শতাধিক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর