
ময়মনসিংহের গৌরীপুরে একটি ভেটেরিনারি ভেজাল ঔষধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঔষধ জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর/২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ২১ ধরনের ভেজাল পশু চিকিৎসার ঔষধ, প্রায় চার লাখ টাকার পণ্য, উৎপাদন সরঞ্জাম, বিভিন্ন কোম্পানির লেবেল, প্লাস্টিক বোতলসহ বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। এসব অবৈধ ঔষধ তৈরি করছিল ‘সলিড ফার্মাকেয়ার’ নামে একটি প্রতিষ্ঠান, যাদের ঔষধ উৎপাদনের কোনো সরকারি অনুমোদন নেই। অভিযানের সময় কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল ও উৎপাদন সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পশু মৃত্যুর ঘটনায় সন্দেহ, তদন্তে বেরিয়ে আসে সত্য। গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিহাব উদ্দিন জানান, মাওহা ইউনিয়নে একটি প্রায় তিন লাখ টাকার ষাঁড় গরু ভিটামিন জাতীয় ঔষধ খাওয়ানোর পর মারা যায়। এতে সন্দেহের সৃষ্টি হলে ঔষধের উৎস অনুসন্ধান করা হয়। দেখা যায়, ‘সলিড ফার্মাকেয়ার’ নামের প্রতিষ্ঠানটি ভুয়া ঠিকানা ব্যবহার করে স্থানীয়ভাবে ঔষধ তৈরি করছে এবং সেটি ‘ঢাকা’ লেখা লেবেল দিয়ে সারাদেশে সরবরাহ করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিষ্ঠানটির ঔষধ তৈরির কোনো বৈধ অনুমোদন বা লাইসেন্স নেই। ফলে এরা অবৈধভাবে ভেজাল ঔষধ তৈরি করে খামারিদের সাথে প্রতারণা করে আসছিল।কারখানার পেছনের গল্প:অভিযুক্ত মোজাব্বির হোসেন খান উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভেটেরিনারি ঔষধ বিক্রয়ের লাইসেন্স থাকলেও তার আওতায় অবৈধ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ভেজাল ঔষধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন,“সলিড ফার্মাকেয়ার” নামের প্রতিষ্ঠানটি কোনো ধরনের ঔষধ উৎপাদনের অনুমতি ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। এটি পশুসম্পদের জন্য চরম হুমকি এবং জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতেও এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে আরও উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, এবং গৌরীপুর থানা পুলিশের একটি দল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর