
আজ শুক্রবার (১৭ অক্টোবর) স্বাক্ষর হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় আয়োজনে এই জুলাই সনদ স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে সশরীরে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেইসঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তার।
এরই মধ্যে রাষ্ট্রীয় সংস্কারের ১৭টি বিষয়ে ৩২টি রাজনৈতিক দল ও জোটের পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে ৮৪ দফার জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন; বাকি ৬৭টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ বিরোধিতা করেছে এবং দিয়েছে নোট অব ডিসেন্ট।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে আসন্ন ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “দেশের প্রত্যেক নাগরিক—আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার জায়গায়—এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। সবাই যুক্ত হোন জাতির ঐক্যের এই উৎসবে।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য ভুলে আমরা আজ এক পতাকার নিচে, এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি সঞ্চয়ের সময়।”
বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ-২০২৫ স্বাক্ষর আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অঙ্গীকারের পাতায় প্রথমে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এরপর কমিশনের সদস্য এবং সবশেষে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর