
ফরিদপুরের নগরকান্দায় ইউএনও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হিয়াবলদী গ্রামে ইয়াবা ব্যবসায়ী খোকন শেখের (৪৪) বাড়িতে অভিযান চালায় টাস্কফোর্সের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন শেখ পালিয়ে যান। তবে ৬০ পিস ইয়াবাসহ খোকন শেখের স্ত্রী আফরোজা বেগমকে (৩৮) আটক করতে সক্ষম হয় পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আফরোজা বেগম ও তার স্বামী খোকন শেখের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আফরোজাকে আটক করা হয়েছে এবং তার স্বামী খোকন শেখকে পলাতক আসামি দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী খোকন শেখের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। খোকন শেখের বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো ছিল, যার ফলে পুলিশের অবস্থান টের পেয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু তার স্ত্রীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে এবং এমন অভিযান চলমান থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর