
পবিত্র সিরাতুননবী (সঃ) উপলক্ষে মানিকগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৮ অক্টোবর) সকালে সরকারি দেবেন্দ্র কলেজে মানিকগঞ্জ ইসলামী হাসপাতালের আয়োজনে প্রায় সারে ৩ হাজার শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগীতায় লিখিত পরীক্ষা অংশ গ্রহন করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জামায়াতে ইসলামী উত্তরের সহকারী পরিচালক ও ইসলামী হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন, ইসলামী হাসপাতালের কার্যকারী পর্ষদের সদস্য এডভোকেট আনোয়ার হোসেন, হাসপাতালের ইনচার্জ ফরিদ হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধরণ সম্পাদক শাহানুর ইসলাম, কামীল মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান, ইসলামী ব্যাংক হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সরকার মাসুদুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক গণ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ইসলাম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। পবিত্র সিরাতুননবী (সঃ) এখন থেকে প্রতি বছর অনুষ্ঠিত হবে। এতে করে শিক্ষার্থীরা নবী করিম (সঃ) এর জীবন সম্পর্কে জানবে ও সে অনুযায়ী জীবন যাপন করতে পারবে বলে জানান আয়োজক কমিটি।
কুইজ প্রতিযোগিতায় আগামী শনিবার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পুরষ্কার হিসেবে থাকবে ১ ম পুরষ্কার ২৫ হাজার টাকা, ২য় পুরষ্কার ২০ হাজার টাকা তৃতীয় পুরষ্কার ১৫ হাজার টাকাসহ বিজয়ীদের মাঝে ইসলামী ব্যাংক হাসপাতালর চিকিৎসা কার্ড প্রদান করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর