
আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গুজ্বর প্রতিরোধে জনসচেতনতা মূলক র্যালি করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে ঢাকা-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ধামসোনা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং জোন কমিটির আয়োজনে এই সচেতনতা মূলক র্যালি করা হয়।
আতঙ্ক নয়,"সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়" এই স্লোগানে পলাশবাড়ী বাসস্ট্যান্ডের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা ও পানি জমে থাকা স্থানে মশা নিধন স্প্রে করা হয়। র্যালি চলাকালে এলাকার শিক্ষার্থী, রিকশাচালক, দোকানদারসহ নানা পেশাজীবী মানুষের কাজে ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
এসময় আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সভাপতি মো.জহিরুল ইসলাম খাঁন লিটন র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন,ডেঙ্গু মশার কামড় এবং লার্ভা থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য বাসা-বাড়ি, কর্মস্থলের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,ফুলের টব,ডাবের খোসা-টায়ার,কিংবা পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। দিনে-রাতে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।'
এছাড়াও জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গুর এই প্রকোপের সময়ে বেশি বেশি পানি, ডাবের পানি এবং পুষ্টিকর তরল জাতীয় খাবার খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কাশফুল সংগঠনের আকাশ মীর,আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো.মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মোরশেদ আলী খান পাপ্পু,যুগ্ন সাধারন সম্পাদক শাহাবুদ্দিন রাজা,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পাঠান,সহ-সাংগঠনিক সম্পাদক মো.শাহিন কাদের,দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ হাসু,মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা,প্রচার সম্পাদক মো. নুরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ধামসোনা ১নং জোনের সভাপতি শামসুল আলম শান্ত,ধামসোনা ২নং জোনের সহ-সভাপতি মো.মশিউর রহমান, ধানসোনা ৩নং জোনের সভাপতি নূরে আলম সবুর ও ধামসোনা ৪ নং জোনের সভাপতি আব্দুল মান্নান বকুল সহ অত্র জোন নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর