
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন ,বিএনপি সরকার বা বিরোধী দলে যে অবস্থানেই থাকুক না কেনো , বিপদে ,আপদে জনগণের পাশে থাকে । বিএনপি মানবতার কল্যাণে কাজ করে ।
শনিবার সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের দড়িনগুয়া কান্দাপাড়া গ্রামে গ্রামবাসীদের যাতয়াতের জন্য গভীর খাদের ওপর নিজস্ব অর্থায়নে পায়ে হাঁটার কাঠের সেতু উদ্বোধনকালে তিনি বক্তব্যে এসব কথা বলেন।
দীর্ঘ দিন যাবত দড়িনগুয়া কান্দাপাড়া থেকে হালুয়াঘাট প্রধান সড়কে ওঠার গ্রামীণ রস্তায় বিরাট খাদ সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীসহ জনসাধারণের যাতয়াতের বিঘ্ন ঘটায় এই সেতু নির্মাণ করেন ।
আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরফান আলী , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু ,উপজেলা ছাত্র দলের আহবায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর