
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ মো: লিটন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৩১ লাখ টাকা। শুক্রবার বিকেলে জেলার সলঙ্গা থানার নলকা ওভার ব্রিজের উত্তর পাশে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত লিটন রাজশাহীর গোদাগাড়ী থানার দিয়ার মানিক চক গ্রামের নজরুল ইসলামের ছেলে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব -১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলকা সেতুর উত্তরপাশে অভিযান চালিয়ে ৩১১ গ্রাম মাদকসহ লিটন নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, লিটন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে হেরোইন কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর সলঙ্গা থানায় হন্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর