
পঞ্চগড়ে দিনব্যাপী বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের আয়োজনে বি.পি. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসব হয়। এতে জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ে দেয়াল লিখন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ক্রিয়েটিভ সায়েন্স ক্লাবের কর্ণধার তন্ময় সিয়াম জানান, তাদের আয়োজন সফল হয়েছে। বিভিন্ন স্টলে একদিকে দেয়াল লিখন এবং অন্যদিকে নতুন নতুন প্রকল্প তৈরি করে প্রদর্শন করা হয়, এতে বিজ্ঞান নিয়ে মানুষের মাঝে ইতিবাচক চিন্তাভাবনা তৈরি হয়েছে। বর্তমানে প্রযুক্তির সর্বোচ্চ প্রাসঙ্গিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সুফল ও কুফল নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকরা প্রকল্পগুলো পরিদর্শন করে ফলাফল নির্ধারণ করেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবারের দিনব্যাপী এই বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলায় ক্রিয়েটিভ সায়েন্স ক্লাব নিজেদের সফল মনে করছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর