
রৌমারী থানার মোটরসাইকেল চুরির মামলার এজাহারনামীয় দুই আসামিকে ময়মনসিংহ জেলা থেকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল মিয়া (২৬), পিতা- মো. জেল হক, সাং- বদরপুর উত্তরপাড়া, এবং মো. সবুজ মিয়া (২৬), পিতা- মো. আব্দুল খালেক, সাং- মরিচাকান্দি। দুজনেরই বাড়ি রাজিবপুর থানা এলাকায়, জেলা কুড়িগ্রাম।
পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্যমতে চোরাই একটি টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি (নীল-সাদা রঙের) মোটরসাইকেল, আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা, উদ্ধার করা হয়। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মো. বেলাল হোসেনের দোকানের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. আবু সাঈদ (৪৩), পিতা- মো. আব্দুল মজিদ, সাং- কাশিয়াবাড়ী, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম বাদী হয়ে রৌমারী থানায় চারজনের নামে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার অপর দুই আসামি মো. তারেক রহমান (৪০) ও মো. জসিম উদ্দিন (৩০) পলাতক রয়েছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সর্বশেষ খবর