
রাজবাড়ীর পাংশায় প্রকাশ্যে দিবালোকে অস্ত্র উঁচিয়ে একাধিক ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফরহাদ মণ্ডল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের জাগিরকয়া বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মো. আবদার আলী শেখ (৫৪) শুক্রবার পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ফরহাদ পাট্টা ইউপির জাগিরকয়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে।
আবদার আলী শেখ অভিযোগ করে বলেন, ফরহাদ মণ্ডল শুক্রবার সকালে জাগিরকয়া বাজারে এসে দুই হাতে অস্ত্র উঁচিয়ে আবদার আলী শেখ, ফিরোজ মেম্বর, আব্দুস সালাম ও তরিকুল ইসলাম (তুর্কি) কে খোঁজাখুঁজি করে। তাঁদের না পেয়ে তাঁদের মা-বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “এ নিয়ে আমরা চরম আতঙ্কে আছি, যে কারণে আমরা গ্রামবাসী এক হয়ে পাংশা থানায় ফরহাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে এসেছি।”
এ দিকে থানায় অভিযোগ করতে আসা আবদার আলী শেখের সঙ্গে প্রায় অর্ধ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মুঠোফোনে ফরহাদ বলেন, “বাজারের পাশেই আমার বাড়ি, বাড়ি থেকে আমি বাজারে যাই। কিছুক্ষণ পরে বাজার থেকে আবার বাড়িতে ফিরে আসি, তবে আমার কাছে কোনো অস্ত্র ছিল না। আমি কি সন্ত্রাসী? যে আমার কাছে অস্ত্র থাকবে। আমি রাজনীতি করি, কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে আমি যুক্ত নই। তাদের উদ্দেশ্যে আমি বকাবাজি করেছি এটা সত্যি।”
ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল গনি বলেন, “ওনারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সর্বশেষ খবর