
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশন থেকে মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সামরিক ও বেসামরিক সংস্থাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে। বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী, পাশাপাশি উদ্ধার কাজে বিজিবির দুই প্লাটুন সদস্য কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর