
সিরাজগঞ্জের যমুনা বহুমুখী সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ রেলস্টেশন সংলগ্ন সৌরবিদ্যুৎ প্ল্যান্টের পাশে রেলওয়ের উত্তোলিত মাটি দিনদুপুরে বেকু দিয়ে কেটে বিক্রি করছেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাক মাটির দাম ২ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রায় ৯০ থেকে ১০০টি ট্রাক মাটি বিক্রি হচ্ছে বলে জানা যায়। এসব ট্রাক ইকোনমিক জোন এলাকার ভেতর দিয়েই চলাচল করছে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলওয়ে কোম্পানির কাজ শেষ হওয়ার পর উত্তোলিত বিপুল পরিমাণ মাটি পড়ে আছে। এই মাটিগুলো বিএনপি নেতা রফিককুল ইসলাম এখন বেকু দিয়ে কেটে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।
বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক বলেন, “রেল কর্তৃপক্ষ মাটিগুলো সরিয়ে নিতে আমাকে বলেছে। রেল কর্তৃপক্ষ রনি নামে একজনের কাছে মাটি বিক্রি করেছে বলে তিনি জানান। আমরা রনির কাছ থেকে মাটি কিনে বিক্রি করছি।”
এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাজু/নিএ
সর্বশেষ খবর