
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা জিসপের নেত্ববৃন্দ।
শনিবার দুপুরে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতিসহ একটি প্রতিনিধি দল কুষ্টিয়ায় সাংগঠনিক সফরে যাওয়ার পথে রাজবাড়ীতে অবস্থান কালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অধ্যাপক সহিদুর রহমান, আকবার হোসেন সহ কমিটির বিভিন্ন প্রর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির রাজনীতি ও সমসাময়ক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন নেতারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর