
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কোটি কোটি টাকার মালামাল। শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে আগুন লাগে এবং বিকেল পর্যন্ত থেমে থেমে জ্বলতে থাকে আগুন।
আগুনে পুড়ে গেছে ইলেকট্রনিকস, গার্মেন্টস উপকরণ, কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল সামগ্রীসহ বিপুল পরিমাণ আমদানি পণ্য। সিএন্ডএফ এজেন্ট আব্দুর রহিম বলেন, “সকালেই পঞ্চাশ কোটি টাকার মাল নেমেছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। বন্ধের দিন থাকায় সময়মতো বের করতে পারিনি। ফায়ার সার্ভিস দেরি করে এসেছে।”
কুরিয়ার কোম্পানি তামিম এক্সপ্রেসের পরিচালক সুলতান আহমেদ জানান, তাদের আড়াই টন গার্মেন্টস পণ্যও সম্পূর্ণভাবে পুড়ে গেছে। “শনিবার হাফ শিপটিং কার্যক্রম চলায় দেড়টার পর সব বন্ধ হয়ে যায়। এরপরই আগুন লাগে,” বলেন তিনি।
ঘটনাস্থলে ঢাকার ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেনাবাহিনী, পুলিশ ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নও (এপিবিএন) সহযোগিতা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হয় কুরিয়ার সার্ভিসের পাশে, এরপর তা বিস্ফোরক দ্রব্য রাখা ‘ডেঞ্জারাস গুডস’ গোডাউনে ছড়িয়ে পড়ে। সেখানকার পদার্থে পানি দিলেও আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।
পুলিশ ও আনসার বাহিনী জানিয়েছে, ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, আগুন লাগার পর ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং আশপাশের উড়োজাহাজগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর