
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাজেটে জনসমর্থন ও স্বচ্ছতা নিশ্চিত করার উপায়সহ বিভিন্ন ইস্যু নিয়ে পলিসি প্লেনাম এর জাতীয় সংলাপ "জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্র বাংলাদেশ" শিরোনামের আজকে চতুর্থ সেশনে আলোচনা হয় নিরাপত্তা নীতিমালা ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।
অনুষ্ঠানটি আজ ১৮ অক্টোবর, শনিবার বিকাল ৩:৩০ মিনিটে শুরু হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর শফিকুল কবির মিলনায়তনে। এই সেশনের প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর ড. শহীদুজ্জামান এবং কী নোট পেপার শ্রবণ করেন - ব্রি জে হাসান নাসির (অবঃ), প্রেসিডেন্ট, নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিস। উক্ত সেশনের সভাপতির আসন অলংকৃত করেন- কুটনীতিক সাকিব আলী।
এছাড়া বিশেষ আলোচকবৃন্দ উপস্থিত ছিলেন প্রফেসর আবদুর রব, উপাচার্য, এমআইইউ। অধ্যাপক এসকে তৌফিক এম হক, পরিচালক, নর্থ সাউথ ইউনিভার্সিটি, SIPG সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স। প্রফেসর এম এ রশীদ, সিনিয়র রিসার্চ ফেলো, নর্থ সাউথ ইউনিভার্সিটি SIPG বিভাগ, কর্নেল মিয়া মশিউজ্জামান (অব), আমজনতার দল।
আলোচনার বিষয় ---
১. আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার কী হওয়া উচিত?
২. সামরিক বাহিনীকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট প্রতিরক্ষা বাহিনীতে রূপান্তরের উপায় কী?
৩. সাইবার নিরাপত্তা ও তথ্যযুদ্ধে আমাদের প্রস্তুতির ঘাটতি কোথায়?
৪. সীমান্ত সুরক্ষা ও অবৈধ কার্যকলাপ (মাদক, মানবপাচার) প্রতিরোধে সমন্বিত কৌশল কী হতে পারে?
৫. সমুদ্র অর্থনীতি (Blue Economy) রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা কীভাবে বাড়ানো যাবে?
৬. সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় জাতীয় নিরাপত্তা কৌশল কতটা কার্যকর?
৭. UN Peacekeeping Operations-এ বাংলাদেশের ভূমিকা কীভাবে আরও কূটনৈতিক শক্তিতে রূপ দেওয়া যাবে?
৮. আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা (BIMSTEC, ASEAN, SAARC)–তে বাংলাদেশের অবস্থান কী হওয়া উচিত?
৯. দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় সামরিক বাহিনীকে কীভাবে আরও কার্যকর করা যাবে?
১০. জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাজেটে জনসমর্থন ও স্বচ্ছতা নিশ্চিত করার উপায় কী?
এছাড়া সেশন ৩ এর মূল আলোচনার বিষয় ছিল অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন ও প্রযুক্তি নিয়ে।
এটি আজ সকাল ১০:৩০ মিনিটে শুরু হয় একই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি হিসেবে ছিলেন সাকিব আলী, সাবেক কুটনীতিক। এবং কী নোট পেপার উপস্থাপন করেন উপস্থাপন করেন এএফএম সোলায়মান চৌধুরী, সাবেক সচিব ও রাজনীতিবিদ।
সাজু/নিএ
সর্বশেষ খবর