
চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল স্থগিতের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। এক সপ্তাহের মধ্যে নতুন শুল্ক প্রত্যাহার না করলে বন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
শনিবার নগরের টাইগারপাসে নেভি কনভেনশন হলে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে এই ঘোষণা দেন ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী। সভায় দুই হাজারের বেশি ব্যবসায়ী উপস্থিত ছিলেন। আজ রোববার থেকে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের চার ঘণ্টার কর্মবিরতির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, বিদেশি অপারেটরদের সুবিধা দিতে বন্দর কর্তৃপক্ষ গড়ে ৪১ শতাংশ হারে মাশুল বাড়িয়েছে। তারা বলেন, ৫৭ টাকার ফি এক লাফে ২৩০ টাকা করা হয়েছে, যা অযৌক্তিক ও ব্যবসাবিরোধী।
সভায় বক্তারা বলেন, যৌক্তিক আলোচনার মাধ্যমে শুল্ক নির্ধারণ করতে হবে। অন্যথায় পর্যায়ক্রমে সব সংগঠন যুক্ত হয়ে বৃহত্তর আন্দোলনে যাবে। বন্দর কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য দেয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর