
সাধারণ কাপড় নয় পুরুষদের গোঁফ দিয়ে তৈরি হয়েছে এক অভিনব স্যুট! অস্ট্রেলিয়ায় ‘মোভেম্বর’ মাস উপলক্ষে তৈরি এই স্যুটটিই সম্প্রতি স্থান পেয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে, বিশ্বের প্রথম ‘গোঁফের স্যুট’ হিসেবে।
প্রায় চার বছর আগে শুরু হয়েছিল এই ব্যতিক্রমী উদ্যোগ। পুরুষদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ক্যানসার ও মানসিক সমস্যায় ভোগা হাজারো পুরুষ নিজেদের গোঁফ দান করেন এই প্রকল্পে। সেই গোঁফ কালো সুতি ও পাতলা কাপড়ের স্তরে বসিয়ে তৈরি হয় পুরো স্যুটটি।
অপচয় রোধ ও পরিবেশবান্ধবতার দিক বিবেচনায়, প্রকল্পে যুক্ত প্রতিষ্ঠান ‘সাসটেইনেবল সেলুনস’ নরসুন্দরের দোকান থেকে সংগৃহীত কাটা চুলও ব্যবহার করে।
এই ব্যতিক্রমী নকশার নেপথ্যে ছিলেন অস্ট্রেলীয় শিল্পী পামেলা ক্লেম্যান-পাসি, যিনি ২০১৬ সালে ক্যানসারে হারানো স্বামী পাসি জো-এর স্মৃতিতে স্যুটটি উৎসর্গ করেন। তাঁকে সহায়তা করে বুলফ্রগ ক্রিয়েটিভ এজেন্সি, ফ্যাশন ব্র্যান্ড পলিটিকস, মাস্টার টেইলর নিকোস মানোলিস ও প্যাটার্ন মেকার মাইকেল টেলিস।
স্যুটটি প্রথম প্রদর্শিত হয় অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি শো “দ্য টুডে শো”-তে। এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
স্যুটের ভেতরের আস্তরণে লেখা রয়েছে এক অনুপ্রেরণামূলক বার্তা, “পরীক্ষা করো, খোলামেলা কথা বলো, নিজের শরীরের কথা শোনো।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
ভিন্ন স্বাদের খবর এর সর্বশেষ খবর