
পর্যটন নগরী কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়—কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে পৌর শহরের কলাতলী ডলফিন মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাড়া ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় আধাঘণ্টা চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
এদিকে বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। এতে করে দমকলকর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর