
নাটোরের বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকসেদুর রহমান ইন্তেকাল করেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ছয়টার দিকে নিজ বাড়ি জামনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১৯৮৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর তিনি বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শিক্ষকতা জীবনের দীর্ঘ সময় কাটিয়ে ২০১২ সালে তিনি কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত মাসে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারানোর পর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। রবিবার সকালে নিজ গ্রামের মুন্সিপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর