
৬ষ্ঠ ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অংশগ্রহণ করে ১৭টি পদক পেয়ে সাফল্য অর্জন করেছে সিতো রিউ কারাতে-দো কিউ কাই অফ বাংলাদেশের জয়পুরহাট শাখার খেলোয়াড়েরা। তাদের এই সাফল্য অর্জনে জেলা ক্রীড়া সংস্থার অফিস কক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও স্থানীয় দুঃস্থ মানবতার সেবা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবা সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বিট্টু, প্রধান কোচ শাজাহান আলী দেওয়ান সাজু প্রমুখ।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপে, সিতো রিউ কারাতে-দো কিউ কাই অফ বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও জাপানসহ মোট ৬টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। এর মধ্যে সিতো রিউ কারাতে-দো কিউ কাই অফ বাংলাদেশ জয়পুরহাট শাখার খেলোয়াড়েরা অর্জন করেছে ১টি স্বর্ণপদক, ৬টি রৌপ্য পদক, ও ১০টি তাম্র পদক। এটিকে জয়পুরহাট জেলার জন্য এক গৌরবময় সাফল্য ও অসাধারণ অর্জন বলে জানান কোচ শাজাহান আলী দেওয়ান সাজু। এই সাফল্যের পেছনে প্রতিটি খেলোয়াড় ও অভিভাবকদের অনন্য ভূমিকা রয়েছে বলে মনে করেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর