
গতকাল (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তে আগুন বিকট আকার ধারণ করলে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে অগ্নিনির্বাপন ও উদ্ধার কাজে অংশ নেয়।
অগ্নি নির্বাপনের সময় কার্গো ভিলেজে থাকা দাহ্য রাসায়নিক পদার্থ আগুনের তীব্রতা বাড়ায়, ফলে ১০ জন আনসার সদস্য, ৩ জন ফায়ার ফাইটার এবং ১ জন পুলিশ সদস্য শ্বাসকষ্টে আক্রান্ত হন। তাদের দ্রুত চিকিৎসার জন্য সিএমএইচ ঢাকায় স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী ফেসবুক পোস্টে জানিয়েছে, যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য তারা সর্বদা প্রস্তুত ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর